বাইকস্টান্ট : হাইলাকান্দিতে আটক পাঁচ যুবক, পিআর বন্ডে মুক্তি bike stunt

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : জাতীয় সড়কে ট্রাফিক নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে বাইকস্টান্ট করে চালানোর অভিযোগে পাঁচজন বাইকস্টান রোমিওকে আটক করল হাইলাকান্দি সদর পুলিশ। সোমবার সাংবাদিক সম্মেলন করে  হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, এই বাইকস্টান্ট রোমিওদের বিরুদ্ধে অভিযোগ অনেকবার পুলিশের কাছে এসেছে। এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দির সদর পুলিশ অভিযান চালিয়ে হাইলাকান্দি জাতীয় সড়কের বিভিন্ন জায়গা থেকে পাঁচজন বাইকস্টান্ট রোমিওদের আটক করে সদর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সুপার মহন্ত জানান, তাদের অভিভাবকদের পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এরকম ভাবে তাদের ছেলেরা ট্রাফিক নিয়ম অমান্য করে বাইকস্টান্ট করে জাতীয় সড়কে বাইক না চালায় কারণ এতে তাদের নিজেদের এবং পথযাত্রীদের দুর্ঘটনা হতে পারে। এরপর এই ধৃত পাঁচজন বাইকস্টান্ট রোমিওকে হাইলাকান্দি সদর পুলিশের পক্ষ থেকে করা সতর্কবার্তা দিয়ে তাদের পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয়। এবং জানিয়ে দেওয়া হয় যে ভবিষ্যতে তারা এভাবে বাইকস্টান্ট করে চালালে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হাইলাকান্দি সদর পুলিশ সূত্রে জানা গেছে, আটক করা পাঁচজন বাইকস্টান্ট রোমিওরা হলো হাইলাকান্দি জেলার বাহাদুরপুর প্রথম খণ্ডের নুর আমিন লস্কর (সুমন), নারায়ণপুর তৃতীয় খণ্ডের আব্দুর রহমান লস্কর (জুয়েল), সেফটি ব্রজপুরের ফখরুল ইসলাম লস্কর (ফকর), হাইলাকান্দি শহরের আব্দুল আজিজ (আলতা) ও ইকবাল হোসেন মজুমদার (পান্না) প্রমুখ।

বাইকস্টান্ট : হাইলাকান্দিতে আটক পাঁচ যুবক, পিআর বন্ডে মুক্তি bike stunt

Author

Spread the News