বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : কাছাড় জেলার অসম-মেঘালয় সীমান্তবর্তী বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুই ছাত্র সংগঠন ও স্থানীয়রা। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, অসমের এক ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না।

তাদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায়শই মেঘালয় থেকে আগত উগ্র খাসি গোষ্ঠী কৃষিকাজে বাধা ও দাদাগিরি করে। জমি হস্তান্তর হলে এই প্রবণতা বাড়বে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে। সংগঠনগুলির মতে, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইকাম খাসিয়া পুঞ্জি মেঘালয়ে গেলে খাসি সম্প্রদায়ের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়ে সীমান্তে সম্প্রীতি নষ্ট হবে।
এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সতর্ক করেছেন, জমি হস্তান্তর হলে মালিডহর, গুমড়া বাগান, জালালপুর সহ আশপাশের আট শতাধিক পরিবারের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা বিষয়টি রুখতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!