শহিদ কনকলতা স্মরণে ২২-২৪ ডিসেম্বর শিলচর থেকে গহপুর পর্যন্ত বাইক র‍্যালি সমিতির

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : শিলচরের পেনসনার্স ভবনে শহিদ কনকলতা বরুয়ার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর একটি সভা অনুষ্ঠিত হয়। বুধবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি শিহাব উদ্দিন আহমেদ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহিদ বীরাঙ্গনা কনকলতা বরুয়ার জীবন  সংগ্রাম ছাত্র-যুবক -মহিলা সহ  রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে গত ২২ ডিসেম্বর’২৩ থেকে জেলার বিভিন্ন অঞ্চলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিলচর থেকে ভাগা বাজার পর্যন্ত সাইকেল নিয়ে শোভা যাত্ৰা সহ সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের সভায় উপস্থিত সমিতির সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ২২-২৪ ডিসেম্বর শিলচর থেকে গহপুর পর্যন্ত বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। ২২ ডিসেম্বর শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে বাইক র‍্যালির সূচনা হয়ে হাফলং, মাহুড়, লামডিং, নগাঁও এবং তেজপুর হয়ে ২৩ ডিসেম্বর গহপুরে পৌঁছাবে র‍্যালি। সেখানে কনকলতা বরুয়ার মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে শহীদ কনকলতার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন সমিতির সকল সদস্যবৃন্দ এবং অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর বাইক র‍্যালিটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ফিরে আসবে সেখানে বাইক আরোহীদের সংবর্ধনা দেওয়া হবে।

শহিদ কনকলতা স্মরণে ২২-২৪ ডিসেম্বর শিলচর থেকে গহপুর পর্যন্ত বাইক র‍্যালি সমিতির

সারা বছর ব্যাপী শহীদ কনকলতা বরুয়ার জন্ম শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠান আগামী ৩০ ডিসেম্বর শিলচরের গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান গুলো সম্পূর্ণভাবে সফল করে তোলার জন্য সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা কামনা করছে সমিতি।

Author

Spread the News