দু’দিনের বরাক সফরে এলেন ভূপেন-দেব্রবত

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : ধলাই উপনির্বাচনে সামনে রেখে দু’দিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ও বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। সোমবার ধলাই উপনির্বাচনে সামনে রেখে দু’দিনের বরাক সফরে উপস্থিত অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা ও বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া। এ দিন শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে ভুপেন বরা ও দেবব্রত শইকিয়া সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস কর্মীদের হাতে।
সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভুপেন বরা জানান ধলাই উপনির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে কারণ বিজেপি সরকার যে ভাবে বরাকের জনগণের সাথে অন্যায় করেছে ধলাই উপনির্বাচনের জনগণ বিজেপি সরকারকে বুঝিয়ে দেবে এবং আগামীকাল ধলাই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ মনোনয়নপত্র দাখিল করবেন জেলা আয়ুক্ত কার্যালয়ে তা সহ বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন।
