প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইস্কন কেন্দ্র

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেফতার ও পুরুষ মহিলাদের উপর নির্মম পুলিশের প্রহারে প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইস্কন কেন্দ্র। হিন্দুদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের সিদ্ধান্ত নেন তাঁরা।

এদিন প্রতিবাদ প্রদর্শনে স্লোগানে ওইসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রতিবাদকারিরা। ইসকন কেন্দ্রের পক্ষে রমাকান্ত বিশ্বাস বলেন, বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় সবাইকে একজোট হতে হবে।ওই দেশের হিন্দুদের ধর্মান্তকরণের কু চক্রান্ত চলছে। তাই ধর্ম রক্ষায় একজোট হয়ে সনাতনী সেনা হিসেবে মাঠে নামতে হবে।অতি শীঘ্রই ইস্কনের চিন্ময় মহারাজের নিশর্ত মুক্তির জোরালো দাবি জানান তারা। এদিন প্রতিবাদ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফুল্ল নন্দ মুরারী দাস, পিঙ্কি আচার্য, মীনাক্ষী কমলাদেবী দাস, মীরা বিশ্বাস, পূর্ণিমা দাস সহ অন্যান্যরা।

প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইস্কন কেন্দ্র

Author

Spread the News