‘অপারেশন সিঁদুর’ শিলচরে বাইক র‍্যালি বরাকের আওয়াজের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মে : পহেলগাঁও হামলার জোরদার বদলা, ভারতের অপারেশন সিঁদুর, গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা। পাকিস্তান ও পিওকে-র ৯ জায়গায় হামলা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক। পিওকে-র কোটলি, মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ারস্পেস থেকেই হামলা ভারতীয় সেনার। স্থল ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম — অপারেশন সিঁদুর। বুধবার সন্ধ্যায় রাস্তায় সমগ্ৰ ভারতবাসীর সাথে শিলচরের বরাকের আওয়াজ সংগঠনের একাংশ সদস্যরা বাইক র‍্যালির মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে অপারেশন সিঁন্দুরের সাফল্যের আনন্দ ভাগ করেন।

'অপারেশন সিঁদুর' শিলচরে বাইক র‍্যালি বরাকের আওয়াজের

এদিন বাইক রেলিটি রাঙ্গিরখাড়ি নেতাজি পয়েন্ট থেকে প্রেমতলা অবধি চলে এবং যোগদানী প্রত্যেকের মুখে “ভারত মাতা কি জয়”ও বন্দেমাতরম স্লোগান শুনা যায়। সবাই বক্তব্যে  বলেন, আজকে দিনটি প্রত্যেকজন ভারতবাসীর জন্য গর্বের দিন। অপারেশন সিন্দুর আমাদের গর্ব। সেনারা যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি চিহ্নিত করেছে, তা ভেঙ্গেছে,সেটা ইতিহাসে লেখা থাকবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে চরম আঘাত হানল ভারতের প্রতিরক্ষা বাহিনী। মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি ঘাঁটি উড়িয়ে জঙ্গি হামলার পাল্টা জবাব দিল ভারত। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লবিতা শর্মা, সৌমিত্র দত্ত রায়, উৎপল শুক্লবৈদ্য, জয়দীপ দত্ত, প্রথমা দত্তরায়, স্নেয়াংশু ভট্টাচার্য, সুবীর ধর সহ আরো অন্যান্যরা।

'অপারেশন সিঁদুর' শিলচরে বাইক র‍্যালি বরাকের আওয়াজের

Author

Spread the News