বিকাশও হয়নি আবার নিজেকে ‘ভগবান’, ফের কটাক্ষ ভাগবতের
১৯ জুলাই : ঝাড়খণ্ডের গুমলা থেকে কারও নাম না করে আবারও বড় বার্তা দিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, মানুষ এখন সুপারম্যান হতে চায়। বৃহস্পতিবার বিষ্ণুপুরে গ্রাম পর্যায়ের কর্মী সম্মেলনে গ্রামবাসীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় মোহন ভাগবত গুমলায় এই কথা বলেন।
ভোটে চারশো পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়ার পর, মোদির এই আত্মপ্রচারকেই এবার নাম না করে বিঁধলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কটাক্ষ করলেন মানুষের ‘ভগবান’ হতে চাওয়ার সেই উচ্চাকাঙ্খাকেও। তিনি সাফ জানালেন, বিকাশ (উন্নয়ন) কখনও শেষ হয় না। কিন্তু কিছু মানুষ আছে যারা তার আগেই নিজেদের সুপারম্যান, দেবতা, ভগবান ভেবে নেন। আপাত নিরীহ এই কটাক্ষের তির যে ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর প্রবক্তার দিকেই তা বুঝতে ভুল হয়নি বিরোধীদের। কংগ্রেস মুখপাত্র তথা এমপি জয়রাম রমেশ তো সরাসরি বলে দিয়েছেন, ‘অগ্নি মিসাইল ছুড়েছে নাগপুর।’
বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় একটি গ্রাম-বৈঠকে যোগ দিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা ইতিমধ্যে ‘ভাইরাল’ সোশ্যাল মিডিয়ায়। সেখানে সরসঙ্ঘচালককে বলতে শোনা যাচ্ছে, ‘কয়েকজন আছেন, যাঁরা মানুষ হলেও তাঁদের মধ্যে মানবিক গুণের অভাব রয়েছে। সেটা নিয়ে তাঁদের চিন্তাভাবনা করা উচিত।’ এরপরেই কিছু মানুষ যেভাবে নিজের উপরে ‘দেবত্ব’ আরোপ করে, সেই প্রসঙ্গ টেনে আনেন ভাগবত। বলেন, ‘কেউ কেউ প্রথমে নিজেকে অলৌকিক শক্তিসম্পন্ন সুপারম্যান বা অতিমানব ভাবতে শুরু করেন। কিন্তু সেখানেই তাঁরা থামেন না। এরপর দেবতা হতে চান, তারপর ভগবান। কিন্তু ভগবান বলেন, তিনি স্বয়ং বিশ্বরূপ। তার চেয়েও বড় কিছু আছে কি না, সেই বিষয়ে কেউ কিছু জানে না।’