রামনগর থেকে তিন কোটি টাকার হেরোইন সহ বিহারের যুবক গ্রেফতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক ব্যক্তিকে আটক করল কাছার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যারাতে একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুলিশ আইএসবিটির কাছে অভিযান  শুরু করে। এতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি বিহারের হাজিপুরের বাসিন্দা  রামেশ্বর রায় (৩৬)। পুলিশ তার থেকে ৫০টি সাবান কেস উদ্ধার করে। যার মধ্যে সন্দেহজনক হেরোইন রয়েছে, মোট ওজন প্রায় ৬২২ গ্রাম। উদ্ধার করা মাদকদ্রব্যের কালোবাজারে মূল্য প্রায় ৩.১১ কোটি টাকা। বিষয়টির আরও তদন্ত চলছে।

রামনগর থেকে তিন কোটি টাকার হেরোইন সহ বিহারের যুবক গ্রেফতার
রামনগর থেকে তিন কোটি টাকার হেরোইন সহ বিহারের যুবক গ্রেফতার
Spread the News
error: Content is protected !!