লঙ্গাই চান্দখানি সড়কে ভারি যান চলাচল সাময়িকভাবে বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ মে : পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়্যাল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন যে লঙ্গাই চান্দখানি সড়কে সবধরনের ভারি যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে জানানো হয়েছে যে বিগত কয়েক দিনের অবিরাম বৃষ্টির জন্য আরসিসি ব্রিজ -২/১ এর বাম দিকের অ্যাপ্রোচের ভূমি ধসের জন্য ২২মে থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সড়কে সর্বাধিক ১০টন ক্ষমতা সম্পন্ন ভারি যান চলাচল বন্ধ থাকবে। ওই সময়সীমায় ভারি যান চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে লঙ্গাই শ্যামা প্রসাদ সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

লঙ্গাই চান্দখানি সড়কে ভারি যান চলাচল সাময়িকভাবে বন্ধ

Author

Spread the News