শিলচরে স্কুটির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : স্কুটির ধাক্কায় মৃত্যু ঘটলো সাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর মধুরবন্দ সংলগ্ন কান্দিগ্রামে। হত নাজিম উদ্দিন মজুমদার (৫৭) কান্দিগ্রামেরই বাসিন্দা।

জানা গেছে, নাজিম উদ্দিন সাইকেলে চড়ে যাওয়ার সময় স্কুটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।