“মানুষ মানুষের জন্যে…” সঙ্গীত পরিবেশনে ভূপেন হাজরিকার প্রয়াণ দিবস পালন কাছাড় বিজেপির

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : শ্রদ্ধা ও আবেগে সুধাকণ্ঠ ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার ১৪তম প্রয়াণ দিবস পালন করল কাছাড় জেলা বিজেপি। বুধবার ইটখলায় দলের জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে দেশের কিংবদন্তী এই শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর সভায় উপস্থিত শতাধিক নেতাকর্মী সমবেত কণ্ঠে ‘মানুষ মানুষের জন্যে…’ অতি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। পরে সভায় ভূপেন হাজারিকার জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। তিনি উল্লেখ করেন, ভূপেন হাজরিক ছিলেন একজন কিংবদন্তী ভারতীয় শিল্পী, যিনি কবি, সঙ্গীতজ্ঞ, গীতিকার, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যে জন্মগ্রহণকারী এই শিল্পী তার দরাজ কণ্ঠ এবং মানবতা, ভ্রাতৃত্ব, ও সামাজিক ন্যায়বিচারের বার্তা নিয়ে গান ও চলচ্চিত্রের জন্য বিখ্যাত। তিনি “সুধাকণ্ঠ” নামেও পরিচিত ছিলেন এবং তার কাজের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদাসাহেব ফালকে এবং মরণোত্তর ভারতরত্ন সহ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে ও চন্দন দে, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়।এছাড়াও কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায়, সহ সভাপতি অভ্রজিত চক্রবর্তী, মহিলা মোর্চার সভানেত্রী আইনজীবী সুস্মিতা পুরকায়স্থ, এসসি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য, যুব মোর্চার সভাপতি কুলদীপ নেহাল চৌধুরী প্রমুখ।

Spread the News
error: Content is protected !!