মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : পূর্ব পেঁচারঘাটে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ ভূবনমঙ্গল অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তন। এই উপলক্ষে এলাকাজুড়ে ধর্মীয় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানান, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। লোয়াইরপোয়ার রাধাপ্যারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব পেঁচারঘাট গ্রামের এলপি স্কুল প্রাঙ্গণে এই অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারি, সোমবার শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হবে। পরদিন মঙ্গলবার দিনভর ও সারারাত ধরে অহোরাত্র নামসংকীর্তন অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার মধ্যাহ্নে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বুধবার ভোরে নগর পরিক্রমা অনুষ্ঠিত হওয়ার পর পূর্ণা কীর্তন এবং মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এই অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের সমাপ্তি ঘটবে।
এই অনুষ্ঠানে কীর্তনীয়া দল হিসেবে অংশগ্রহণ করবেন ধর্মনগরের সজল তালুকদার ও তাঁর সম্প্রদায়, ঝনিক দেবনাথ ও সম্প্রদায়, বরুয়াকান্দির শঙ্কর দাস ও সম্প্রদায় এবং শিলচরের সাধু সংঘ সম্প্রদায়। তাঁদের পরিবেশিত নামসংকীর্তনে অনুষ্ঠানের ধর্মীয় মাহাত্ম্য আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদী। আয়োজক কমিটির কর্মকর্তারা হরিনাম সংকীর্তনে সকল সনাতনী ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তোলার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।



