শিবেরগুলে ভুবনেশ্বর সাধুঠাকুর আবির্ভাব মহোৎসব পালন
বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : শিবেরগুলে শ্রীশ্রী ভুবনেশ্বর সাধুঠাকুর সেবাশ্রমে ১৫৫তম আবির্ভাব মহোৎসবটি পরম ভক্তিভরে পালন করা হল। রবিবার ভোরে হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রভাতফেরী, নগর কীর্তন এবং এক পরম পূণ্য পরিব্রজন অনুষ্ঠিত হয়।এতে ভক্তগণ সহ বৃদ্ধ থেকে যুবক যুবতী, নারী-পুরুষ সবাই ঢাক-ঢোল, করতাল এবং ভক্তিময় সঙ্গীতের মধ্য দিয়ে ভক্তি ও প্রীতির আবহে পরিবেশকে ভরিয়ে তোলেন ভক্তদের নৃত্য ও গানের তালে সাদু ঠাকুরের স্মৃতিময় উপস্থিতির এক অলৌকিক অনুভূতি অনুভব করেন সবাই। এই পূণ্য তিথিতে বিভিন্ন ভক্তবৃন্দ সাধু ঠাকুরের জীবনী নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেন এবং তার শিক্ষা, দীক্ষা এবং আধ্যাত্মিক আদর্শকে গভীর শ্রদ্ধা ও শ্রেণির সঙ্গে স্মরণ করাও হয়।
উৎসবটি নতুন প্রজন্মের মনেও সাধু ঠাকুরের মহান জীবনদর্শন এবং আধ্যাত্মিক শিক্ষা স্থান করে দেওয়ার জন্য বিশেষ কর্মসূচি আয়োজনের মাধ্যমে সাজানো হয়। যাতে তাঁর আদর্শ যুগ যুগ ধরে বিকশিত হতে থাকে। ভক্তরা হৃদয়ে আস্থার অমৃত নিয়ে সাধু ঠাকুরের চরণে নিবেদন করেন এবং তার জীবনচরিত থেকে প্রেরণা নিয়ে ভক্তির পথে অগ্রসর হওয়ার সংকল্প করেন।