প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো প্রদর্শনে সেরা জেলার স্বাস্থ্য বিভাগ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : কাছাড় জেলা প্রশাসন আয়োজিত ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে ট্যাবলো প্রর্দশনে সেরা হল জেলার স্বাস্থ্য বিভাগ। শুক্রবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রর্দশনে সবাইকে ছাপিয়ে প্রথম পুরস্কারটি লাভ করে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের বিভাগ। এদিনের প্রর্দশনের মুল বিষয় বস্তু ছিল স্বাস্থ্য বিভাগ প্রদত্ত ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রদেয় সেবা। যে সেবার মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে কিভাবে প্রয়াস করা হয়। এর জীবন্ত উপস্থাপন চিকিৎসক সহ সংশ্লিষ্ট সেবা কর্মীরা। পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে সরকারের অতি জনহিতৈষী প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত ও আয়ুষ্মান আরোগ্য মন্দিরের তথ্য সম্বলিত বিষয় সাধারণ জনগণের হিতার্থে উপস্থাপন করা হয়। এসব থিমকে মাথায় রেখে একটি লরিকে সুসজ্জিত করে সাজিয়ে তুলে এদিন উপস্থাপন করেন বিভাগীয় বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
এদিকে, এই সফলতা সবার সম্মিলিত প্রয়াস বলে অভিহিত করে সফলতার এই কাজে জড়িতদেল অভিনন্দিত করেছেন জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদ, শাখা আধিকারিক (কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট) জুনালী দেব, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, জেলা এন এইচ এমের কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখ। তারা ট্যাবলো প্রদর্শনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডিএমই ড০ গুল বাহার রাজ, জেলা এন এইচ এমের সংযোজক ইকবাল বাহার লস্কর, জাকির হোসেন, হিলাল উদ্দিন, ওয়াসিম জাবেদ চৌধুরী, হেমন্ত কলিতা, সঞ্জীব দাস, প্রণব কল্যান দে, মৃগাঙ্ক পাল, আহমেদ নিজাম, বাবুল দাস, অঙ্কন নাথ ছাড়াও সংশ্লিষ্ট স্টাফ নার্স, এএন এম ও আশাকর্মীদের প্রশংসা করেন।
এদিন সেরার শংসাপত্র রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যে ও জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা, ডিআইজি কঙ্গকন জ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নুমোল মহন্ত প্রমুখের হাত থেকে গ্রহণ করেন অতিরিক্ত আয়ুক্ত, শাখা আধিকারিক, যুগ্ম সঞ্চালক, কর্মসূচি প্রবন্ধক সহ সংশ্লিষ্ঠরা।