বেপোরায়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, উত্তেজনা হাইলাকান্দি সৈয়দবন্দে

বেপোরায়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, উত্তেজনা হাইলাকান্দি সৈয়দবন্দে

বরাক তরঙ্গ, ২ মার্চ : সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার সৈয়দবন্দে তীব্র উত্তেজনা দেখা দেয়।মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা সৈয়দবন্দে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সার্কল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে দুলক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। রবিবার দুপুর-২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো এদিনও হাইলাকান্দির সৈয়দবন্দ এলাকার ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বসে মুরগি বিক্রি করছিলেন আব্দুল জব্বার বড়ভুইয়া নামে ওই যুবক। কিন্তু একটি চার চাকার দুরন্ত মারুতি ইকো এসে তাঁর ওপর হুমড়ি খেয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল জব্বার। আহত হন আলতাফ হুসেন চৌধুরী সহ আরও কয়েকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে প্রেরণ করা হয়।

বেপোরায়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, উত্তেজনা হাইলাকান্দি সৈয়দবন্দে

Author

Spread the News