বাঙ্গালি হিন্দুদের নৈতিক দাবিতে অনশন ধর্মঘট বাঙ্গালি নবনির্মান সেনার
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : বাঙ্গালি হিন্দুদের নৈতিক দাবি নিয়ে অনশন ধর্মঘট করল বাঙ্গালি নবনির্মান সেনা। সোমবার শিলচর শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদশে সকাল ১০ থেকে বিকেল পাঁচটা অবধি অনশন ধর্মঘট পালন করেন দলের কর্মকর্তারা। অনশন চলাকালীন বাঙ্গালি নবনির্মান সেনা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রীতম দেব বলেন, অসমে দীর্ঘ দিন থেকে আটকে থাকা ‘কা’ আইন অতিঃসত্বর বলবৎ করা সহ এনআরসি থেকে বাদ পড়াদের ‘ডি’ভোটার নোটিশ দেওয়া বন্ধ করা, ডিটেনশন ক্যাম্প হিন্দুদের জন্য বন্ধ করা, অসম সরকারের খিলিঞ্জিয়া বা ভূমিপুত্র নিয়ে নাটক বন্ধ করা এসব নৈতিক দাবিতে তারা এই ধর্মঘটে বসেছেন।
তিনি এও বলেন, হিন্দু নাগরিকত্ব প্রদানের দাবিতে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক আবেদনপত্র প্রদান করা হবে। এ ছাড়া বক্তব্য রাখেন কার্যকারী সম্পাদক দেবাশিস রায়, সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য প্রমুখ। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দেবাশিস ঘোষ, অভিজিৎ পাল, আশিস দাস, বীরেন্দ্র দাস সহ সদস্যবৃন্দরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।