কংগ্রেসের নয়া ভবনের ফলকে মর্যাদা পেলো না বাংলা ভাষা
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : কংগ্রেসের নয়া ভবনের ফলকে বাংলা ভাষা স্থান পেলো না। অসমিয়া ও বাংলা ভাষাকে এক করে অসমিয়ায় ভাষায় লেখা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ পরিলক্ষিত হয়। নয়া ভবনের ফলকে মোট নয়টি ভাষায় ভারতীয় জাতীয় কংগ্রেস লেখা রয়েছে। এরমধ্য়ে তিন নম্বরে রয়েছে অসমিয়া ভাষায় লেখা। ওই লেখার নিয়ে রয়েছে অসমিয়া ও বাংলা ভাষা। কিন্তু অসমিয়া ও বাংলা দু’টি পৃথক ভাষা তা কংগ্রেসের অজানা মনে হল। ফলকে বাংলা ভাষার স্থান নেই কেন এমন প্রশ্ন উঠেছে। নেটিজেনরা বলেন, বাংলা ভাষার স্থান রাষ্ট্রসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিদ্যমান। এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম সহ বিভিন্ন প্রান্তের মায়ের ভাষা বাংলা।
রুহুল আমিন নামে এক নেটিজেন বলেন, অসমিয়া ও বাংলা ভাষাকে সংযুক্ত করা হয়েছে বলে ফলকে উল্লেখ রয়েছে। এতে বাংলার ভাষার শব্দ সহ উচ্চারণ পর্যন্ত বদলে গিয়েছে। বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন।