ভোটের আগে জ্বলছে বাংলাদেশ, ট্রেনে-বাসে আগুন, হত চার

৬ জানুয়ারি : ভোটের আগে জ্বলছে বাংলাদেশ। একের পর এক অগ্নিকাণ্ড ঘটিয়ে চলছে দুর্বৃত্তরা। রাজধানীর গোপীবাগে বেনাপোেল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টি ইউনিটের চেষ্টা রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনটির একটি বগির একটি সিটে প্রথমে আগুন লাগে। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা।

ভোটের আগে জ্বলছে বাংলাদেশ, ট্রেনে-বাসে আগুন, হত চার
আমুলিয়ায় বাসে আগুন।

পরে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিচে নেমে আসেন। তবে এ সময় অনেক যাত্রী ভেতর থেকে বের হতে পারেননি। বের হতে না পারাদের মধ্যে একজনকে বগিতে আগুনে দগ্ধ হতে দেখা যায়।

এ দিকে, রাজধানীর আমুলিয়া এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে এব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ডিউটি অফিসার এস আই মাজহার। তিনি বলেন, এ ঘটনায় একজন আহত আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রেনের আগুনের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসেন সেদেশের সংবাদ মাধ্যম ‘ঢাকা পোস্ট’ কে জানান, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

Author

Spread the News