পুজোর আগে বিবর্তন থিয়েটার গ্রুপের ‘নৌকাডুবি’ দেখা যাবে বঙ্গভবনে

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : বঙ্গভবনের মিলনায়তনে দেখা যাবে রবিঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘নৌকাডুবি’। আগামী ২ অক্টোবর সন্ধ্যায় হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ নাটক ‘নৌকাডুবি’ মঞ্চস্থ করবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন বিবর্তন থিয়েটার গ্রুপের কর্মকর্তারা।

প্রায় দুঃসাধ্য কাজ হলেও বিবর্তনের তরুণ তুর্কিরা এই নাটকটি নিয়ে হাজির হচ্ছেন বঙ্গভবনে। অনেকগুলো প্লটকে এক সূত্রে বেঁধে তৈরি হয়েছে এই নাটক। ২১ জনের দলে উদীয়মান নাটুকে থেকে পরিণত কয়েকজন শিল্পী কাজ করবেন মঞ্চে ও নেপথ্যে। তরুণ নাট্য নির্দেশক সায়ন বিশ্বাসের ভাবনা, পরিকল্পনার ফসল এই নৌকাডুবি’। অভিনেতা-অভিনেত্রীদের রূপসজ্জার দায়িত্বে রয়েছেন স্বপনকান্তি কর, নাট্যপোযোগী মঞ্চ সাজাবেন অঙ্কন কংসবণিক। আর এতে আলোকসম্পাত করবেন রূপরাজ দেব।

নাটকটি যেহেতু রবীন্দ্রনাথের সৃষ্টি অবলম্বনে তৈরি, তাই এখানে সঙ্গীত ও আবহের গুরুত্ব ভিন্ন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে সেবায়ন রায় চৌধুরী ও শোভন দাসকে। আর সঙ্গীতায়োজনে থাকছেন দোহারের কনিষ্ঠ শিল্পী সুদীপ্ত চক্রবর্তী সৌম্য। সঙ্গীতের প্রযুক্তিগত কাজ করা হয়েছে কলকাতার ‘প্রসাদ কহে’ স্টুডিওতে। অতএব, নৌকাডুবিতে পুরোদস্তুর কোমর কষে ঝাঁপ দিয়েছে ‘বিবর্তন’। বিরতি সহ প্রায় দু’ঘণ্টার প্রযোজনাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল উপন্যাসের নাট্য রূপদান। সেই জটিল কাজটি সম্পন্ন করেছেন বিপ্লব দাস। তাঁকে সম্পাদনায় সহযোগিতা করেছেন কল্পিতা দেব।

এদিন সাংবাদিক বৈঠকে বিবর্তনের শিল্পী কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ ধর ও নাটকের অভিনেতা শান্তনু সেনগুপ্ত।

পুজোর আগে বিবর্তন থিয়েটার গ্রুপের 'নৌকাডুবি' দেখা যাবে বঙ্গভবনে
পুজোর আগে বিবর্তন থিয়েটার গ্রুপের 'নৌকাডুবি' দেখা যাবে বঙ্গভবনে

Author

Spread the News