ঘুষ কাণ্ডে ধরা পড়া বিইইও মাধব সাহার পাথারকান্দি বাড়িতে রাতভর অভিযান, উদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়া উধারবন্দের শিক্ষাখণ্ড আধিকারিক মাধব সাহার পাথারকান্দি বাড়িতে রাতভর অভিযান চালালো শ্রীভূমি জেলা পুলিশের বিশেষ টিম। মঙ্গলবার রাতভর পাথারকান্দির বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ নথিপত্র বাজেয়াপ্ত করল পুলিশের বিশেষ টিম।

উদ্ধার করা হয় ৪৪ গ্রাম স্বর্ণালঙ্কার নগদ ২,১৭,০০০ টাকা, কিছু গুরুত্বপূর্ণ নথি।  নথিগুলিতে আর্থিক লেনদেনের নানা তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে।তবে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তদন্তের স্বার্থে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর, শ্রীভূমি জেলা পুলিশের এই বিশেষ টিমটি রাত প্রায় আটটা থেকে দুই ঘণ্টা টানা তল্লাশি অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, কাছাড়ের উধারবন্দ ব্লক শিক্ষাখণ্ড অফিসে এক স্কুল শিক্ষকের কাছ থেকে ৭ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মাধব সাহাকে হাতে-নাতে ধরে ফেলে সিএম ভিজিল্যান্স দল। এরপরই তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু হয়। এদিকে এই শিক্ষা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগের ইতিহাস নতুন নয়।

স্থানীয় সূত্র জানা যায়, মাধব সাহা এর আগে দীর্ঘদিন পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ডের আধিকারিক ছিলেন। সেই সময়েই তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, ফাইল আটকে রাখা সহ বিভিন্ন শিক্ষক-কর্মচারীর কাছ থেকে সুবিধা দাবি এমন নানা অভিযোগ মাঝেমধ্যেই উঠত। পরে তার বদলি হয় রামকৃষ্ণনগরে। কিন্তু অভিযোগের ধারাবাহিকতা থামে না। শিক্ষক সমাজের বড় অংশ তার বিরুদ্ধে বহুবার মৌখিক অভিযোগ জানিয়েছিলেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *