সীমান্তে দাঙ্গা, সচেতন থাকতে হবে

বরাক তরঙ্গ, ১৫ জুলাই, সোমবার,
ণিপুরে জাতিদাঙ্গা এবার অসমের কাছাড় সীমান্তে পৌঁছেছে। দুই সম্প্রদায়ের দাঙ্গার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সঙ্গে চলছে গুলির লড়াই। এমনকি গোলাগুলিতে একজন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। এমতাবস্থায় সীমান্ত জেলা জিরিবামের লালপানিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এর আঁচ যেন কাছাড়ের সীমান্তে না আসে সেজন্য সেখানের জনগণ সচেতন এবং পুলিশ প্রশাসন কঠোর হতে হবে। সর্বাবস্থায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

কুকি এবং মৈতেই জনগোষ্ঠীর বিবাদের সুযোগ নিয়ে যোগ দিয়েছে সন্ত্রাসীরা। নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। থানা আক্রান্ত হচ্ছে। নারী নির্যাতনের সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে। কেন্দ্র শুরুতে সেনা নিয়োগ না-করলেও এখন সেনা নিয়োগ করেছে। শুরুতে আসাম রাইফেলস পরিস্থিতি সামাল দিতে কৃতিত্ব দেখালেও শেষে আসাম রাইফেলস সরিয়ে নেওয়া হয়। মণিপুরে যে পরিস্থিতি, এতে অনেক আগেই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল। কিন্তু সে পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার। প্রথম দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করলেও তা আর হয়ে ওঠেনি।

Author

Spread the News