বাজারিছড়া পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার পাচারকারী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : ফের বাজারিছড়া থানার পুলিশের অভিযানে ধরা পড়ল হেরোইনসহ এক পাচারকারী। ধৃতের নাম আব্দুল সহিদ (৩১)। বাড়ি কন্টেকছড়া এলাকার মানিকবন্দ মাহিতে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মাঝরাতে বাজারিছড়া থানার ওসি নীলভজ্যোতি নাথের নির্দেশে সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরীর নেতৃত্বে স্থানীয় পুলিশের একটি দল মানিকবন্দ মাহিতে আব্দুল সহিদের বাড়িতে হানা দেয়। তল্লাশির সময় তার রান্নাঘর থেকে দু’টি সাবানের বাক্সে লুকানো অবস্থায় ২৪ গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস উদ্ধার করা হয়।

বাজারিছড়া পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার পাচারকারী

সঙ্গে সঙ্গে গৃহকর্তা আব্দুল সহিদকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতকে আগামীকাল মঙ্গলবার শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ড্রাগস সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। আব্দুল সহিদের গ্রেফতারে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা।

বাজারিছড়া পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার পাচারকারী

Author

Spread the News