রবিবার থেকে তারাপুর বৈকুণ্ঠ ধাম আশ্রমে বাসন্তী পূজার

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : শিলচর তারাপুর কালীমোহন রোডে শ্রীশ্রী বৈকুণ্ঠ ধাম আশ্রমে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব কল্যাণের উদ্দেশ্যে আগামী ১৪ এপ্রিল তথা বাংলার পয়লা বৈশাখ রবিবার থেকে শ্রীশ্রী বাসন্তী দেবী দুর্গাদেবীর ষষ্ঠী পূজা, আমন্ত্রন ও অধিবাস থেকে ১৮ এপ্রিল তথা ৫ বৈশাখ বৃহস্পতিবার অবধি দশমী বিহিত পূজা সম্পূর্ণ বৈদিক বিধি-বিধান ও নিষ্ঠা সহকারে উক্ত আশ্রমে প্রাঙ্গণে পালন করা হবে। মঙ্গলবার মহাঅষ্ঠমী তিথিতে ভগবতীর বিশেষ রূপ শ্রীশ্রী অন্নপূর্ণা মাতার পূজা, হোম যজ্ঞ ও অন্নকূট উৎসব যথাবিধি পালিত হবে।

পুজোয় এই অঞ্চলের সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা সপরিবারে উপস্থিত থেকে শ্রীশ্রী বাসন্তী দুর্গা মাতা এবং অন্নপূর্ণা মাতার রাঙ্গা চরনে পুষ্পাঞ্জলি প্রদান করে ও পরিশেষে মহাপ্রসাদ গ্রহণ করার আহ্বান জানান উক্ত আশ্রমের অধ্যক্ষ বিস্ময়চমক গোস্বামী।

Author

Spread the News