বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে সুবর্ণজয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করছে সাংবাদিক সংস্থা অসম বার্তাজীবী সংঘ। আগামী ৪ ও ৫ জানুয়ারি দিসপুরে লোকনির্মাণ বিভাগ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী অনুষ্ঠান। অনুষ্ঠানে ইন্ডিয়ান ফেডারেশন অব ওয়ার্কিং জার্নালিস্টের মহাসচিব তথা দেশের বিশিষ্ট সাংবাদিক পরমানন্দ পাণ্ডে সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।
৪ জানুয়ারি সকাল ১০টায় পতাকা উত্তোলন করা হবে। ১০-১৫ মিনিটে স্মৃতি তর্পণ। বেলা ১১টাশ আলোচনা চক্র। বিকেল চারটায় নতুন ও পুরাতন কর্মীদের সম্মেলন। ৪-৩০ টায় ৫০টি প্রদীপ প্রজ্বলন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১টায়। এরপর থাকছে সংবর্ধনা ও স্মারক উন্মোচন।
দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী সমাপনী অনুষ্ঠানের সবার উপস্থিত থাকার আহ্বান জানান সংঘের সভাপতি মধুসূধন মেধি ও সাধারণ সম্পাদক মুকুট রাজ শর্মা।


