ভুয়ো চিকিৎসক সনাক্ত করতে নার্সিংহোম ও ক্লিনিক গুলোতে অভিযানের দাবি বরাকের আওয়াজের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানের দাবি জানাল বরাকের আওয়াজ। শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ। বৃহস্পতিবার কাছাড়‌ জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ শিবানন্দ রায়ের কাছে এক স্মরকপত্র‌ দিয়ে‌‌  জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন। প্রতিটি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে।

সম্প্রতি শিলচরের ঐতিহ্যবাহী শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ। এমন ঘটনায় গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। জেলায়‌‌ আরও এমন ভুয়ো ডাক্তার থাকার সন্দেহ করছে বরাকের আওয়াজ। শিলচর শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালালে এমন আরও ভুয়ো ডাক্তার বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বরাকের আওয়াজের কর্মকর্তারা দাবি করেছেন। একই সঙ্গে ভুয়ো ডাক্তার‌ পুলক মালাকার যেসব রোগীর অস্ত্রোপচার করেছেন তাদের ফের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যুগ্ম সঞ্চালক ডাঃ রায়। জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙানো হবে বলেও তিনি বরাকের‌ আওয়াজকে আশ্বাস দিয়েছেন। বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণকংশ বণিক, রাতুল ভট্টাচার্য, অনুপ দেব, মনোজকান্তি দাস, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, ঝংকার পাল, সৌমিত্র দত্তরায় সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!