মেঘালয়ে ভয়াবহ দুর্ঘটনা, হত বড়খলার যুবক
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ভয়াবহ দুর্ঘটনা! মেঘালয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছাড়ের বড়খলার জারইলতলার এক যুবক। মেঘালয়ের নংপোতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় গ্যাস ট্যাঙ্কার (বুলেট গাড়ি) এর চালক আশিক উদ্দিন নিহত হন। বুধবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
জানা যায়, কাছাড়ের জারইলতলা আইওসি থেকে গ্যাস ট্যাঙ্কার নিয়ে গুয়াহাটি অভিমুখে রওয়ানা দেন। যাওয়ার পথে নংপোতে তিনি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা করলে পড়েন। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় চালক আশিককে উদ্ধার করে গুয়াহাটি জিএনআরসিতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই গাড়িতে ছিলেন সুমিত নাথ (নান্টু) নামে অন্য একটি গাড়ির চালক। দক্ষিণ ভাঙ্গারপার শ্রীনিবাস নাথের ছেলে নান্টু গুরুতর অবস্থায় রয়েছেন। তিনি গুয়াহাটি থেকে তার ট্র্যাঙ্কারটি আনতে যাচ্ছিলেন। বৃষ্টির দরুন এ দুর্ঘটনাটি সংঘটিত বলে মনে করছেন অনেকেই।
প্রয়াত আসিক উদ্দিনের বাড়ি জারুলতলার লামাগ্রামে। পরিবারের রয়েছেন মা, স্ত্রী, এক শিশুকন্যা সহ অন্যান্যরা। বাবা বেন্ডই মিয়া আগেই প্রয়াত হন। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে বটলিং ট্রাক অ্যাসোসিয়েশন সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।