বড়খলার জগমোহন এলপি স্কুলে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে বড়খলার ৩৪ নং জগমোহন এলপি স্কুলে এক বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল লায়ন্স আই হসপিটাল, শিলচর। শিবিরে লায়ন্স আই হসপিটালের অপটোমেট্রিস্ট শান্তনু চৌধুরী এবং তাঁর সহকারিণী শিউলি ভট্টাচার্য ও প্রিয়ঙ্কা পণ্ডিত মোট ১০৭ জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ১৩ জন রোগীর ছানি ধরা পড়ে, যাঁদের মধ্যে ৭ জনের বিনামূল্যে অপারেশন আগামীকাল লায়ন্স আই হসপিটালে করা হবে এবং বাকিদের পরবর্তীতে অস্ত্রপ্রচারের জন্য ডাকা হবে। ৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় কাউন্সেলিং-ও করা হয়। ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে প্রকল্প চেয়ারম্যান শিবু দাস, গাইডিং লায়ন সঞ্জীব রায়, সাহিন আখতার মজুমদার এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)-এর বড়খলা বিধানসভা কমিটি এই শিবিরকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা পালন করে। ইয়াসি-এর পক্ষ থেকে সাজ্জাদ আহমেদ বরভূইয়া, মঞ্জুরুল হক মজুমদার, সেলিম আহমেদ লস্কর এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গাইডিং লায়ন সঞ্জীব রায় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় ও বৃহত্তর বড়খলার বাসিন্দাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্লাব ভ্যালি ভিউ-এর ‘গো গ্রিন’ নামে , বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রাঙ্গণে ১০টি চারা রোপণ করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!