সাংবাদিক নিগ্রহ, নিন্দা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ গুয়াহাটির একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক দীপঙ্কর মেধীকে নিগ্রহের ঘটনায় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, মেধীকে শুক্রবার আয়ুক্তে তাঁর কার্যালয়ে নিগৃহীত করা মোটেই উচিত কাজ হয়নি। এমনকি তাঁকে পুলিশে হস্তান্তর করাও অত্যন্ত অমানবিক কাজ হয়েছে।
নগাঁও আয়ুক্তের এধরনের আচরণের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান তিনি। তিনি আরও বলেন, এডিটরস গিলড অফ ইন্ডিয়ার সদস্য হিসেবে তিনি বিষয়টি সম্পর্কে এডিটরস গিলড অব ইন্ডিয়ার সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিবেদন : পিএনসি, শিলচর।