মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : বরাক উৎসব ২০২৬ এবার শ্রীভূমিতে হতে যাচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যেকে সামনে রেখে প্রথমবারের মতো কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উৎসবকে সামনে রেখে পাঁচদিন ব্যাপী নানা কার্যসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। এনিয়ে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কীভাবে উৎসবকে সফল করে তোলা যায় সেবিষয়ে বিস্তর আলোচনা হয়। কমিটির সভাপতি অসিত দত্তের পৌরহিত্য আলোচনায় বিভিন্ন তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠান সূচির মধ্যে থাকছে ১৮ জানুয়ারি রবিবার জেলা ভিত্তিক উত্তর পূর্বাঞ্চলের পরিবেশের উপর অঙ্কন প্রতিযোগিতা, স্থান শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যানিকেতনে শুরু হবে সকাল সাড়ে দশটায়। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বরাক উৎসবের মুল আকর্ষণ উত্তর পূর্বের নানা ভাষা গোষ্ঠীকে নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় সরস্বতী বিদ্যা নিকেতনের অরবিন্দ স্মৃতি মঞ্চে। ২৩ জানুয়ারি শুক্রবার পরিবেশের উপর শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল)ভিত্তিক আলপনা প্রতিযোগিতা। ২৪ জানুয়ারি শনিবার শিলচরের অনুষ্ঠিত বরাক সম্মেলনে অঙ্কন ও আল্পনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ। ২৬ জানুয়ারি সোমবার উত্তর পূর্ব সংহতি র্যালির এসে পৌঁছবে লাতুর মালেগড় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের আন্দোলনে শহিদের ভূমিতে। সেখানে র্যালিরতে আসা অতিথিরা শহিদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এবং এই সংহতি যাত্রা নিয়ে আলোচনা করবেন।
সব শেষে বিশেষ অতিথির দ্বারা পতাকা নাড়িয়ে সংহতি র্যালির নতুন গন্তব্য স্থলে যাওয়ার সূচনা করবেন আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসবকে সফল করে তোলার জন্য সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরীর, ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি, সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল, অমৃত লাল বণিক, নন্দ কিশোর বণিক, অমর কৃষ্ণ সাহা, সভাপতি অসিত দত্ত (দিপু) কার্যকরী সভাপতি, ডাঃ পৌলম চন্দ, সম্পদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী যুগ্ম সম্পাদক, উমা পাল, রুবি মল্লিক সাংস্কৃতিক সম্পাদক, নীলজকান্তি দাস, সাংস্কৃতিক, সঙ্গীত বিভাগ শ্রাবণী পাল, শুভঙ্কর মালাকার। সাংস্কৃতিক নৃত্য বিভাগ পায়েল কুরি চক্রবর্তী, রূপাঞ্জলী আদিত্য। অঙ্কন (আর্ট) বর্ণিতা সেন, মন্টি পাল, অর্পিতা দাস ধর, সন্ধ্যা কর, মৌসমী ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ প্রমুখ।



