আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে পুজোর শুভেচ্ছা বরাক তরঙ্গ এর
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : শাস্ত্রমতে দুর্গাপুজো শুরু কিন্তু আজ থেকেই । আজ, বুধবার মহাষষ্ঠী। দেবীর বোধনের দিন। আজই নাকি দেবীর প্রাণ প্রতিষ্ঠা। দেবীপক্ষে ষষ্ঠীতে দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রামচন্দ্র। সেই থেকেই চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি।
হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয়৷ আজ মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ীকে আবাহনের আচার করা হবে। সন্ধের সময় হয় বোধনের পুজো। বোধন শব্দের আক্ষরিক অর্থ হল জাগরণ। এই সময়ে সূর্যের দক্ষিণায়ন চলে। দেবতারা এই সময় বিশ্রামে যান বলে মনে করা হয়। এই সময় তাই দেবীকে জাগরিত করতে এই বিধি মানা হয়। রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে, দুর্গাকে জাগ্রত করতে বোধন করেছিলেন শ্রী রামচন্দ্র। তাই তাকে বলা হয় অকালবোধন। বোধনের সময় বেল গাছের গোড়ায় একটি জল ভর্তি তামার পাত্র স্থাপন করা হয় অথবা বেল গাছের একটি ডাল পাত্রে রাখা হয়। তারপর মাকে জাগানোর জন্য প্রার্থনা করা হয়।
এরপরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো। শাস্ত্রমতে আজকের দিনই দেবী দুর্গা সপরিবারে মর্তে আগমন করেন। ষষ্ঠী থেকে শুরু হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান। প্রথমে দেবীর মুখ উন্মোচন করে পুজো শুরু হয় । তারপর হয় বোধন। বোধনের মাধ্যমেই দেবীকে আবাহন করা হয় মর্ত্যে।
বোধনের একটা বিশেষ রীতি রয়েছে। ষষ্ঠীর সকালে প্রথমে কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেন কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য দেবীর কাছে প্রার্থনা করা হয়। তারপর দুর্গা ও চণ্ডীর পুজো হয়। এবার দুর্গার বোধন পর্ব। ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন শুরু হয় আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে ৷ এভাবেই ষষ্ঠীর আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুজো শুরু হয়ে যায়
রাহুকাল থাকবে বেলা ১২টা ০৮ মিনিট থেকে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত। আজ ষষ্ঠী তিথি থাকবে বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে সপ্তমী। আজ মূলা নক্ষত্র থাকবে সকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত,তারপর পূর্ব আষাঢ় নক্ষত্র শুরু। সকাল ৬টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ। তারপর শুরু হবে শোভন যোগ। তাতিলা করণ বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত থাকবে। এরপর গরজা করণ থাকবে রাত ১২টা ২৮ মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে বনিজা করণ। চন্দ্র আজ সারা দিন ধনু রাশিতে গোচর করবে।
দেবী বোধনের শুরুতে বরাক তরঙ্গ গ্রুপ সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। পুজোর দিনগুলো আনন্দে কাটুক সবার, এই কামনা আমাদের।