বিপদসীমার উপরে বরাক, আতঙ্কিত
বরাক তরঙ্গ, ২৯ মে : বিপদসীমা অতিক্রম করল বরাক নদী। বুধবার বিকেল তিনটে বিপদসীমা অতিক্রম করে। ক্রমশ বরাকের জল বাড়ছে। শিলচর অন্নপূর্ণা ঘাটের জল সম্পদ বিভাগের ওয়াটার লেভেল হিসেবে বিকেল পাঁচটায় ২০.০৬ সে.মি.।
এ দিকে, বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে সবার চোখ বেতুকান্দি বাঁধের দিকে। শহরের মানুষ বেশ আতঙ্কিত হয়ে উঠেছেন। এ ছাড়া নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সোনাবাড়িঘাটে ভাঙন স্থলের পাশে জল। যেকোন সময় টপকে সড়ক পার হয়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের।
উল্লেখ্য, বরাক নদীর বিপদসীমা হল ১৯.৮৩ সেন্টিমিটার।