বরাক বনধ সফল নয়, দাবি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের

বরাক তরঙ্গ, ২৭ জুন : মঙ্গলবার সর্বাত্মক বরাক বনধ অসফল বলে দাবি করল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। এদিন শিলচর কলেজ রোড এলাকায় মিছিল করে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন, মঙ্গলবার ডাকা সর্বাত্মক বরাক বনধকে সম্পূর্ণ রূপে ব্যর্থ করেছেন জেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। বনধের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন যানবাহন সহ সাধারণ মানুষের চলাফেরা শহরে স্বাভাবিক ছিল। বনধের আংশিক প্রভাব পড়েছে বলে এদিন জানিয়েছেন তিনি।

মঙ্গলবারের বরাক বনধ অসফল হওয়ায় গোটা হিন্দু সমাজের কাছে এক ভালো বার্তা পৌঁছেছে। ডিলিমিটেশন নিয়ে সবাই তাঁদের দাবি পেশ করুক, কিন্তু অযথা বনধ ডেকে সাধারণ খেটে খাওয়া মানুষকে হয়রানি করার কারও অধিকার নেই বলে মন্তব্য করেছেন সুজিত দাস চৌধুরী। শহরে অশান্তিকর পরিবেশ সৃষ্টি না করে সরকার তথা নির্বাচন আয়োগের কাছে দাবি পেশ করা বিভিন্ন দল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ডিলিমিটেশনের সমর্থন জানিয়ে প্রকাশিত খসড়া তালিকাকে আইনে পরিণত করার দাবিতে পরিষদ শীঘ্রই ভারতীয় নির্বাচন আয়োগকে একটি স্মারকলিপি প্রদান করবে বলেও এদিন জানিয়েছেন তিনি।

ডিলিমিটেশনের পর বড়খলা সহ অন্যান্য কেন্দ্রে মুসলমান সম্প্রদায়ের জনগণ আর জয়ী হতে পারবে না বলে এদিন গ্যারান্টি দিয়েছেন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী।বরাকের দুটি সিট কর্তন করা সরকারের ভালো পদক্ষেপ বলে এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ পীযূষ হাজরিকা সহ নির্বাচন আয়োগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে পরিষদ। বর্তমান ও বিগত দিনে যারা দুটি কেন্দ্রে প্রতিনিধিত্ব করছেন তাঁদের দোকান ডিলিমিটেশনের পর বন্ধ হবে বলেও এদিন প্রকাশ্যে ঘোষণা করেছে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News