বরাক ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু শিলচরে

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : বরাক ভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত বরাক ব্যাডমিন্টন শুরু হলো বুধবার। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর হলে। এদিন সকালে ডিএসএ-র পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুজন দত্ত। বরাকভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি আশুতোষ রায়। পথ চলার পঁচিশ বছরের প্রতিযোগিতা শুরুর কথা ঘোষণা করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। তিনি তাঁর বক্তব্যে বরাকভ্যালি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মান জানান তিনি। পাশাপাশি বলেন, “ডিএসএ-র ব্যাডমিন্টন কোর্ট আধুনিকিকরণের চেষ্টা চলছে। ফ্লোর ম্যাট পরিবর্তনের জন্য একটি কোম্পানির সঙ্গে কথা হয়েছে। আশা করা হচ্ছে আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে।”

বরাক উপত্যকার ব্যাডমিন্টনের উন্নয়নে ব্যাডমিন্টন সংস্থার ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্য পেশ করেন ডিএসএ-র সহ সভাপতি সুজন দত্ত। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার দুই সহ সভাপতি শঙ্কর দাস ও নন্দদুলাল রায়, সংস্থার শুভাকাঙ্খী পার্থপতীম ঘোষ, সচিব সৌমিত্র চক্রবর্তী, প্রাক্তন সচিব উত্তম চৌধুরী, টুর্নামেন্ট ইনচার্জ মন্টু শুক্লবৈদ্য , অর্গেনাইজিং সেক্রেটারি পৃত্থীষ পাল, সংস্থার কোষাধ্যক্ষ অমিতাভ দে প্রমুখ।

আসরের প্রথম দিনে অনূর্ধ্ব ১১ ,১৩ ,১৭ বালক ও বালিকা বিভাগের খেলা হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় খেলা। অনূর্ধ্ব ১১ বালক বিভাগের সেমিফাইনালে প্রবেশ করেছেন এন জি ওয়াইফাবা সিংহ এবং টি এইচ থৌগাম্বা সিংহ। ওয়াইফাভা ১৫-৭ ফলে হারালেন অমিতাভ গোয়ালাকে। অপর কোয়ার্টার ফাইনাল থৌগাম্বা সিংহ হারালেন তন্ময় সিনহাকে।ফল ১৫-৫। একই বয়সের বালিকা বিভাগের ফাইনালে প্রবেশ করেছেন অর্পিতা সিংহ এবং আরতি সিং। অর্পিতা ১৫-১ , ১৫-১ ফলে হারালেন সামিয়া সিনহাকে। অপর সেমিফাইনালে আরতি সিং ১৫-৩, ১৫-৭ ফলে হারালেন শেরলি জয়কে।

অনূর্ধ্ব ১৩ বালক বিভাগের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন এন এইচ ওয়াইফাভা সিংহ,বিশাল সিনহা, এম বিরাট সিনহা, টি এইচ থৌগাম্বা সিংহ, হীরক সিংহ, রাজ সিংহ, আদিত্য বৈদ্য, কুণাল সিনহা।
অনূর্ধ্ব ১৩ বিভাগের সিঙ্গলসের ফাইনালে প্রবেশ করেছেন বিনতা সিংহ। প্রথম সেমিফাইনালে তিনি হারালেন আবিদা সাহাকে। ফল ১৫-৬, ১৫-৭। বৃহস্পতিবার অপর সেমিফাইনালে কে সোনাক্ষী সিংহ খেলবেন কাব্যশ্রী দাসের সঙ্গে। এদিন সকাল ১১টায় শুরু হবে খেলা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News