কাছাড় কলেজে শিবির করতে বাধা, অবরোধ বানভাসীদের
বরাক তরঙ্গ, ৪ জুলাই : কাছাড় কলেজে আশ্রয় নিতে গিয়ে বাধা পেয়ে সড়ক অবরোধ করলেন বানভাসীরা। বৃহস্পতিবার সকালে প্রায় ঘন্টা খানেক সময় সড়ক অবরোধ করে রাখার পর অবশ্য তাদের জন্য খুলে দেওয়া হয় কলেজের গেট। এদিন সকালে রংপুর এলাকার বেশ কিছু বানভাসি লোক কাছাড় কলেজে আশ্রয় নিতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। কলেজে বর্তমানে পরীক্ষা চলছে, তাই কর্তৃপক্ষ এতে আপত্তি জানান। বাধা পেয়ে বানভাসিরা কলেজের গেটের সামনে রাস্তায় অবরোধ গড়ে তোলেন। সকাল ন’টা থেকে শুরু হয় অবরোধ। শেষ পর্যন্ত পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হয়।
কলেজের এক সূত্র জানান স্নাতক স্তরের পরীক্ষার জন্য প্রথমত শরণার্থীদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে আলাপ-আলোচনার পর
সিদ্ধান্ত নেওয়া হয়, শরণার্থীরা থাকবেন নিচের তলার কক্ষগুলোতে। আর উপরের দুটি তলায় চলবে পরীক্ষা। এদিন এভাবেই পরীক্ষা গ্রহণ করা হয়। তবে আগামীকাল এবং পরশুর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।