ক্রস ভোট, অবশেষে বিজেপির দখলে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : জোর নাটক। কংগ্রেসের দুই এপি সদস্যের ক্রস ভোটিং। অবশেষে বিজেপিই গঠন করল বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড। বুধবার নির্ধারিত সময়ে কংগ্রেসের চার, তৃণমূলের এক ও বিজেপির চার এপি সদস্য উপস্থিত হলে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু করেন জেলা প্রশাসনের নিয়োজিত আধিকারিক প্রবীণ মাহাতো ও বিডিও রেদওয়ান মজুমদার। কিন্তু ভোটদানে কংগ্রেসের দুটি ভোট নষ্ট হয়ে যায়।  এতে বাঁশকান্দি ব্লকে সভাপতি হিসেবে নির্বাচিত হন সাতকরাকান্দি  জিপির সাবিনা হাবিব বড়ভূইয়া। সহ-সভাপতি নির্বাচিত হন রেজিয়া বেগম। এদিন বিকেলে বোর্ড গঠনের পর বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়।

ক্রস ভোট, অবশেষে বিজেপির দখলে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড

জানা যায়, সকালে ভোট প্রক্রিয়া শুরু। গণনায় দেখা যায় দু’টি ব্যালটে কলম দিয়ে টান রয়েছে। এনিয়ে শুরু হয় তুমুল লড়াই। কংগ্রেসের এপি সদস্যরা বৈধ বলে দাবি করলেও বিজেপির এপি সদস্যরা বাতিলের দাবিতে অনড় থাকেন। এবং তারা পুনর্ভোট মানতেও নারাজ। শেষ পর্যন্ত আধিকারিককে ছুটে যেতে হয় জেলা পরিষদ কার্যালয়ে। একই ভাবে এপি সদস্যরা পৌঁছেন।

ক্রস ভোট, অবশেষে বিজেপির দখলে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড

সেখান থেকে ফিরে নিয়ম অনুসারে বিজেপির প্রার্থীকে জয়ী ঘোষণা করেন। এ ঘোষণা করতে বিকেল চারটা বেজে যায়। এই ঘোষণার পরই উল্লাসে মেতে উঠেন বিজেপির সদস্যরা। উল্লেখ্য, সাবিনা হাবিব সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ছিলেন।

ক্রস ভোট, অবশেষে বিজেপির দখলে বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড

এ দিকে, এ লড়াইয়ে প্রাক্তন ও বর্তমান বিধায়ক পরোক্ষভাবে যুক্ত ছিলেন।

Spread the News
error: Content is protected !!