পাথারকান্দির বুবরিঘাট বাগানে বাংলাদেশি টাকা, মোবাইল, ঘড়ি, টর্চ উদ্ধারে চাঞ্চল্য

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ জুন : সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি থানাধীন ভারত বাংলা সীমান্তের বুবরিঘাট চা বাগান এলাকা থেকে পরিতাক্ত অবস্থা কিছু বাংলাদেশি সামগ্রী উদ্ধারে ঘটনায় চা-বাগান এলালায়  ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  জানা গেছে, শনিবার বিকেলে স্থানীয় বুবরিঘাট পাওয়ার হাউসে যখন কাজ করছিলেন বিদ্যুৎ কর্মীরা তখন হঠাৎ তাদের নজরে পড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাংলাদেশি একশো টাকার নোট, সহ দু’টি মোবাইল হ্যান্ডসেট, হাত ঘড়ি, টর্চলাইট, লুঙ্গি ও রশি। পরে উক্ত বিষয়টি বাগান এলাকায় চাউর হতেই সঙ্গে সঙ্গে কৌতুহলি জনতার ভিড় বাড়তে থাকে অকুস্থলে। এতে এলাকার জনগণের ধারণা মতে হয়তো বাংলাদেশি চোরের কোনো দল হয়তো গবাদি পশু চুরির উদ্দেশ্যে এসেছিল যদিও তাদের সেই মতল সফল হয়নি। এতে তারা তাদের সামগ্রী গুলো ফেলে যায় বলে অনুমান করা হচ্ছে। পরে উদ্ধার হওয়া সামগ্রীগুলো লক্ষীপুর বিওপিতে সমঝে দেন স্থানীয় যুবক জয়হরি সালিয়া।

উল্লেখ্য, ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্ত টপকে বাংলাদেশি চোরদের আনাগোনা নতুন কিছু নয়।প্রায়ই সীমান্তবর্তী পাথারকান্দি বিধানসভার চা বাগান গুলো থেকে গৃহপালিত  গবাদি পশু চুরি যাওয়ার খবর পাওয়া যায়। এতে প্রমাণও পাওয়া গেছে বিগত দিনে দু’য়েকবার বাংলাদেশি চোর স্থানীয় জনগণের হাতে ধরাও পড়েছে। সঙ্গতকারণে এই ঘটনায় বাংলাদেশি চোরের জড়িত থাকার সন্দেহ প্রকট হয়েছে। এতে স্থানীয় জনগণ সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ সহ স্থানীয় পুলিশ ও ভিডিপি কর্মীদের টহল জোরদার করার আবেদন করেছেন।

Author

Spread the News