২২ জানুয়ারি : মুড়িগঙ্গা নদীতে যান্ত্রিক গোলযোগের কারণে একটি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়। বুধবার বিকেলে কচুবেড়িয়া সংলগ্ন মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর দুর্ঘটনাটি ঘটে। জাহাজটি কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্থ জাহাজটির নাম এমভি তামজীদ অ্যান্ড নাসির।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটির ইঞ্জিনে আচমকা ত্রুটি দেখা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি নদীর প্রবল স্রোতের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই জাহাজের নীচের অংশে ফাটল দেখা দেয় এবং জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে জাহাজে থাকা নাবিকরা দ্রুত সাহায্যের আবেদন জানান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। বাংলাদেশি জাহাজে থাকা ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জাহাজে থাকা সমস্ত বাংলাদেশি নাবিক ও কর্মীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কারও হতাহতের খবর নেই। উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়।
ডুবে যাওয়া জাহাজটি কী ধরনের পণ্য বহন করছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নদীতে কোনও ধরনের তেল বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কি না, সেদিকেও নজর রাখছে প্রশাসন। পরিবেশ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এবং নদীর জল পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।



