শিলচরে উনিশ উদযাপনে সামিল বাংলাদেশ, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ

বরাক তরঙ্গ, ১৯ মে : যথাযোগ্য মর্যাদায় শিলচরেও উনিশে মে মাতৃভাষা শহিদ দিবস পালন করা হয়। ৬২ তম উনিশের উদযাপন সকাল থেকে শুরু হলো আবেগে উচ্ছাসে। উনিশের উদযাপনে সামিল হল বাংলাদেশ, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। শুক্রবার শিলচর তারাপুর স্টেশনে শহিদ স্মারক স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ত্রিপুরার ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদের সদস্যরা এবং শিলচরের বিভিন্ন দল সংগঠন। এছাড়া সকালে সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে ‘বর্ণমালা রোদ্দুর’ এবং গোলাম কুদ্দুস এর লেখা ‘বরাকের ভাষা আন্দোলন’ উন্মোচিত হয়। তারপর শিলচর শ্মশানঘাটে শহিদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।

শিলচরে উনিশ উদযাপনে সামিল বাংলাদেশ, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ
সকালের কিছু মূহুর্ত।

এ দিন সঙ্গীত ও নৃত্য পরিবেশন সহ ১৯শে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে নাট্যও শোভাযাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয়। উনিশে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন দল সংগঠনের কর্মী সহ শিলচরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News