বুধবার বিকেল পাঁচটা পর প্রচারাভিযানে নিষেধাজ্ঞা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : ২৪ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা থেকে হাইলাকান্দি জেলায় নির্বাচনী প্রচারাভিযানে নিষেধাজ্ঞা জারি
হাইলাকান্দি, ২১ এপ্রিল সাত নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রে আগামী ছাব্বিশ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ২৪ এপ্রিল বুধবার বিকেল পাঁচটা থেকে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে নির্বাচনী প্রচারাভিযানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিসর্গ হিবরে এক আদেশে ওই নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতের নির্বাচন কমিশন গত ১৬ মার্চ সংসদীয় নির্বাচন, এর দিনক্ষণ ঘোষণা করেছে।
আগামী ২৬ এপ্রিল তারিখে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রেক্ষিতে নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে এবং ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ২৪ এপ্রিল বিকাল পাঁচ টার পর কোনও রাজনৈতিক দল/কর্মকর্তা প্রচার করতে পারবেন না। এবং, অনুমোদিত সময়ের বাইরে রাজনৈতিক প্রচার অভিযান সাধারণ জনগণের জন্য অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হতে পারে এবং এটি মূলত শান্তি ভঙ্গ করতে পারে এবং জনসাধারণের শান্তির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। যা হাইলাকান্দি জেলায় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ পরিচালনাকে প্রভাবিত করতে পারে।
তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিচালনার জন্য ১৪৪ ধারার অধীনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ওই আদেশটি সম্পূর্ণরূপে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাছাড়া সংসদীয় নির্বাচন, ২০২৪ সমাপ্ত না হওয়া পর্যন্ত ২৪ এপ্রিল বিকাল ৫ টার পর কোনও ব্যক্তি কোনও ধরনের নির্বাচনী প্রচারণা বা ভোট প্রচারে নিয়োজিত হতে পারবেন না, জনসাধারণের শান্তি ও শান্তির জন্য ক্ষতিকর অন্য কোনোভাবে স্লোগান দেওয়া এবং কাজ করা যাবে না। এছাড়া কোন প্রকারের যানবাহনে কোন লাউডস্পিকার ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।