শিলচরে বালাজি ইভেন্টস্ ও স্কোয়ার এডুকেশন অ্যাকাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : বালাজি ইভেন্টস্ ও স্কোয়ার এডুকেশন অ্যাকাডেমির যৌথ উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে।
রবিবার বরাক উপত্যকার বিভিন্ন আর্ট প্রশিক্ষন কেন্দ্রের থেকে বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন,এখনকার কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আর্টের দিকে মন সেরকম নেই। তাই তাদের উৎসাহিত করতে বালাজি ইভেন্টস্ ও স্কোয়ার ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে এই রকম আরো চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করার প্রয়োজন রয়েছে এই অঞ্চলে।

বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে খেল মহারণ ও সাংস্কৃতিক মহারনের মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশের চেষ্টা করে যাচ্ছেন, সেইভাবে বিগত দিনের কোনো সরকার তা করেন নি এবং আগামীদিনে সরকার চিত্র শিল্পীদের বিকাশের জন্য চিত্রাঙ্কন মহারন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আশাবাদী। উক্ত চিত্রকলা প্রতিযোগীতার দুই আয়োজক পার্থ দেব ও দেবপ্রিয় সোম উভয়েই বলেন, এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় দুইশো জন বিভিন্ন বয়সের প্রতিযোগীদের মধ্যে যাদের হাতে আঁকা চিত্র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবে, সেই চিত্র গুলোকে আগামী ২ ও ৩ ডিসেম্বর শিলচর গুরুচরণ কলেজের অডিউটোরিয়ামে আয়োজিত হওয়া চিত্রকলা ও ভাস্কর্য প্রর্দশনীতে স্থান পাবে এবং সেই প্রর্দশনীতে দেশ-বিদেশ থেকে চিত্রশিল্পীদের হাতে অঙ্কন করা চিত্রগুলো প্রর্দশনী হবে। সব মিলিয়ে এই প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীদের নিয়ে এই অঞ্চলের চিত্রশিল্পীদের প্রতিভার বিকাশের জন্য অভিনব কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তাই এই অঞ্চলের চিত্রশিল্পী ও চিত্রপ্রেমীদের আগামী ২ ও ৩ ডিসেম্বর শিলচর গুরুচরণ কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া চিত্রকলা ও ভাস্কর্য প্রর্দশনীতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান এবং বালাজি ইভেন্টস্ ও স্কোয়ার এডুকেশন একাডেমী এই অঞ্চলের আগামী প্রজন্মের জন্য করে যাচ্ছে বলে মন্তব্য করেন।

শিলচরে বালাজি ইভেন্টস্ ও স্কোয়ার এডুকেশন অ্যাকাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সম্মানিত পরিদর্শক হিসেবে উপস্থিত দুই চিত্র শিল্পী শুভ্র আচার্য ও নিপ্পন দাস বলেন, প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক ভাঙা-গড়া উত্থান-পতন সবকিছুর মধ্যেই লুকিয়ে আছে শিল্প। পৃথিবীর যাবতীয় বস্তু সমূহ সৃষ্টি, স্থিতি, অবস্থা ক্রমবিকাশের মধ্যেই লুকিয়ে আছে শিল্প। পৃথিবীর যাবতীয় জাগতিক গুন, মানবিক আবেদন আর জীবজগতের আচরণের মধ্যে লুকিয়ে আছে শিল্প। আর সেইসব ঘটনাবলী চিত্রিতরূপে ধরে রাখার জন্য ছবি আঁকার প্রয়োজন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রুপালি চক্রবর্তী, কৌশল দেবনাথ, শিবানী নাথ সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News