বৈঠাখাল এমই স্কুলে গুণোৎসব সম্পন্ন
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বিশেষ পর্যবেক্ষকের উপস্থিতিতে পাথারকান্দি শিক্ষা খণ্ডের বৈঠাখাল এমই স্কুলে গুণোৎসব সম্পন্ন হল। পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ডের অধীন বৈঠাখাল এমই স্কুলে গত ৬ জানুয়ারি থেকে শুরু হয় গুণোৎসব কার্যক্রম। ৯ জানুয়ারি ছিল স্কুলের বাহ্যিক মূল্যায়ন। অনির্বাণ দত্ত সকাল পৌনে ন’টায় স্কুলের প্রবেশ গেটে পা রাখতে প্রধান শিক্ষক অপূর্ব দে সহযোগে তাঁকে স্কুলের পক্ষ থেকে উষ্ণ স্বাগত জানানো হয়। প্রথমে তিনি এদিন স্কুলের একাদশ স্থায়ী শহিদবেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে প্রাতঃসভায় যোগ দেন। পরে তিনি সরকারি গাইডলাইন মতে ওএমআর শিটে এক্সটার্নাল ইভালুইয়েটের সবার সামনে খুলে ছাত্রদের মূল্যায়ন করতে অনুমতি দেন। তিনি প্রতি শ্রেণীর ছাত্রছাত্রীর পঠনপাঠ ও হাতের লিখা দেখেন। এতে এদিন স্কুলের মোট ২৭০ জন ছাত্রছাত্রীদের মধ্যে ২৬৯ জন উপস্থিত থেকে মূল্যায়ন প্রক্রিয়ায় অবতীর্ন হয়। পরে পর্যবেক্ষক স্কুল লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইকো অ্যান্ড ইয়ুথ ক্লাব পরিদর্শন করেন এবং এতে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে স্কুল লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব দেখে অভিভূত হন তিনি। দুপুর সাড়ে বারোটা নাগাদ বাহ্যিক পর্যবেক্ষক সহ স্কুল পরিচালন সমিতির সদস্য, ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন। এতে মধ্যাহ্ন ভোজনের গুণগত মান দেখে ভূয়সী প্রশংসা করেন।
পরিশেষে এদিন স্কুলের যাবতীয় মূল্যায়ন প্রক্রিয়া শেষে পর্যবেক্ষক অনির্বাণ দত্ত উপস্থিত পড়ুয়াদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এদিন স্কুল পরিচালন সমিতির সভাপতি, উপ-সভানেত্রী, এলুমিনি কমিটির সভাপতি, সদস্য, মাতৃগোষ্ঠীর সভানেত্রী, সদস্য সহ একাংশ অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাছাড়া দিনের প্রথম থেকে শেষ অবধি এতে পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন বৈঠাখাল সিআরসিসি চিরঞ্জীব নন্দী ছাড়া ও স্কুলের নোডাল শিক্ষক হিসেবে সহকারী শিক্ষিকা বেলারানি নাথ উপস্থিত ছিলেন।