জিরিবামে গাইডিংলু নামে শুরু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : মণিপুরের জিরিবামে পাহাড়ের রানি স্বাধীনতা সংগ্রামী গাইডিংলুই এর নামে শুরু হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিরিবামের বিদ্যানগর মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। এ উপলক্ষে স্টেডিয়ামটির ভেতরে আয়োজিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বুদ্ধচন্দ্র সিং জিরি বামের পুলিশ সুপার প্রভাকর পাণ্ডে স্থানীয় প্রাক্তন পুলিশ সুপার মাইরাংথেন মুবি সিং সহ অন্যান্যরা।

এলাকার অন্যতম সংগঠন এলওয়াইসি আয়োজিত এই টুর্নামেন্টে আমন্ত্রিতরা প্রথমে একটি শুভেচ্ছা ম্যাচ খেলেন। গোটা জিরিবাম এলাকা ব্যাডমিন্টনের উন্নয়নে কী ধরনের কাজ চলছে বা এই এলাকা থেকে রাষ্ট্রীয় স্তরে কিভাবে খেলোয়াড়রা পৌঁছাছেন এ নিয়ে সাংবাদিকদের জানান আয়োজকদের অন্যতম কর্মকর্তা লালবাহাদুর গোয়ালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *