বদরপুর-মাছিমপুর জিপিতে অগ্নিকাণ্ড

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : বড়খলার বদরপুর-মাছিমপুর জিপিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছারখার গোয়ালঘর সহ আরেকটি ঘর।  বরাতজোরে রক্ষা পেল বাসগৃহ।মঙ্গলবার রাত আটটা নাগাদ এ ঘটনা ঘটে বদরপুর-মাছিমপুর জিপির দ্বিতীয় খণ্ডে সতু দে নামক ব্যক্তির বাড়িতে। হঠাৎ চোখে পড়ে গোয়ালঘরে আগুন লাগার ঘটনা।মূহুর্তে দাউদাউ করে জ্বলে উঠে আগুনের লেলিহান শিখা।

খবর পেয়ে ছুটে আসেন এলাকার জনগণ।হাতে হাতে বালতি নিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে বৃথা যায়। মূহুর্তে জ্বলে ছারখার হয় গোয়ালঘর সহ অপর একটি ঘর।তবে, বরাতজোরে রক্ষা পায় বাসগৃহ।স্হানীয় সূত্রের খবর অনুযায়ী বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ঘটে এ বিপত্তি।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News