নালায় পড়ে মৃত্যু হাতি শাবকের

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : গোলাঘাট জেলার বাগিধোলা চা-বাগানে একটি হাতির শাবক মৃত অবস্থায় পাওয়া গেছে। শাবকটি প্রায় এক সপ্তাহ আগে নর্দমায় পড়ে ছিল।
এ ঘটনার পর স্থানীয় জনগণ বন বিভাগকে অবগত করার পর কোনও বন আধিকারিক না আসায় ক্ষোভ ব্যক্ত করেন। সময়মতো ব্যবস্থা না নেওয়াই তার মৃত্যুর কারণ বলে তাদের অভিযোগ।

নালায় পড়ে মৃত্যু হাতি শাবকের

রাজ্যের গোসাইগাঁও জেলার বল্লামঝোরা গ্রামে রহস্যজনক পরিস্থিতিতে একটি বন্য হাতি মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা সন্দেহ করছেন হাতিটি বন্যার জলে ভেসে যাওয়ায় মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা একটি বাঁধে আটকে থাকতে দেখে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে  উদ্ধার করা হয়েছে। ছবি প্রতীকী।

Author

Spread the News