সিকল সেল দিবসে মেডিক্যাল কলেজে সচেতনতা, ক্যুইজ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : সিকল সেল অ্যাওয়ারনেস ডে পালন করল  শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুরোগ ও প্যাথলোজি বিভাগ। পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স – এর বরাক ভ্যালি শাখা। বুধবার কলেজে এনিয়ে এক যৌথ সচেতনতা সভার পাশাপাশি এক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেন উভয় বিভাগের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে সিকল সেল রোগ প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বক্তব্য রাখেন মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ও প্যাথোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই রোগ প্রতিরোধে বিবাহের আগে দম্পতির হিমোগ্লোবিন পরীক্ষা অতি প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। বংশ পরম্পরাগত এই রোগ যাতে তার পরবর্তী প্রজন্মে না ছড়ায় এজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন উপস্থিত চিকিৎসকরা। তাই, বিবাহের জন্য গোত্র মেলানোর চাইতে হিমোগ্লোবিন মেলানো অতি অত্যাবশ্যকীয় বলে উল্লেখ করেন ডাঃ পিনাকী চক্রবর্তী সহ অন্যান্য বিশেষজ্ঞরা।

সিকল সেল দিবসে মেডিক্যাল কলেজে সচেতনতা, ক্যুইজ

উল্লেখ্য, সিকল সেল বিশেষ করে উপজাতি সম্প্রদায়ের মধ্যে এক বংশ পরম্পরাগত রোগ। এইরোগ অতি দ্রুত সম্প্রসারিত হয়। এই রোগ হিমোগ্লোবিনকে আক্রান্ত করে, যা শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য দায়ী। এদিকে, কেন্দ্রীয় সরকারের নির্দেশে দিনটি পালনের জন্য ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স- কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এনিয়ে ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স-এর বরাক ভ্যালি শাখা সভাপতি ডাঃ সাধন কুমার রায়কে এক পত্রযোগে বিষয়টি জানিয়েছেন সংগঠনের জাতীয় কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজিত নাথ চৌধুরী, ডাঃ পিনাকি চক্রবর্তী ডাঃ সঞ্জীব দেবনাথ, ডাঃ অনিরুদ্ধ দেব (প্যাথলোজিস্ট), ডাঃ বিদ্যুৎ নাথ সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Author

Spread the News