জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শ্রীভূমিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬-এর উপর একটি সচেতনতা ও সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অসমের প্রতিবন্ধী ব্যক্তিদের কমিশনারের কার্যালয় এবং শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে ভারত সরকারের প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন বিভাগের রাজীব ভরদ্বাজ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬-এর বিভিন্ন বিধান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রণীত এবং ২০১৭ সালের ১৯ এপ্রিল থেকে কার্যকর হওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার (আরপিডব্লিউডি) আইন, ২০১৬ অনুযায়ী, প্রতিবন্ধকতাকে একটি বিবর্তনশীল ও গতিশীল ধারণার ভিত্তিতে সংজ্ঞায়িত করা হয়েছে। বর্তমানে প্রতিবন্ধকতার প্রকারভেদ পূর্বের ৭টি থেকে বাড়িয়ে ২১টি করা হয়েছে। ভারত সরকার এবং অসম সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে তারাও সাধারণ নাগরিকদের মতো তাদের অধিকার ভোগ করতে পারেন। এতে সংশ্লিষ্ট সকলকে সরকারি কার্যালয়গুলিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞ অনুরোধ জানান। তিনি সকলকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে দিব্যাঙ্গ শিশুদের শিক্ষিত করার ব্যবস্থা করার জন্যও আহ্বান জানান।
তিনি স্বাস্থ্য বিভাগকে দিব্যাঙ্গ ব্যক্তিদের সময়মতো প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের জন্য পদক্ষেপ নিতেও অনুরোধ করেন, যাতে তারা সরকার কর্তৃক প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রদত্ত অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্রের সুবিধা গ্রহণ করতে পারেন। আজকের এই সচেতনতামূলক কর্মসূচিতে জেলা প্রশাসনের পক্ষে সহকারী আয়ুক্ত অন্বেষা খেসরা জেলার প্রতিটি বিভাগকে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে সহকারী আয়ুক্ত বিপ্লব সেংগাং, ডিআইপিআরও ইফতিখার জামান, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম, শ্রম আধিকারিক সহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।


