বাল্য বিবাহ নিয়ে পূর্ব সোনাইয়ে সমাজ কল্যাণ বিভাগের সচেতনতা সভা

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : বাল্য বিবাহ নিয়ে পূর্ব সোনাইর নতুন রামনগরে অনুষ্ঠিত হল এক সচেতনতা সভা। বুধবার বিকেলে ৮৮৪ নম্বর নালগ্রাম এলপি স্কুলে জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুমাল মাহাতো। বাল্য বিবাহ রুখতে অভিভাবকদের সচেতন হতে সভায় আহ্বান জানান ডিসি ও এসপি।
   

বাল্য বিবাহ নিয়ে পূর্ব সোনাইয়ে সমাজ কল্যাণ বিভাগের সচেতনতা সভা
বক্তব্য রাখছেন পুলিশ সুপার নুমুল মাহাতো।

এছাড়া এনিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি মনসুর আহমেদ মজুমদার, ডিসিপিও কিসান চড়াই, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, সার্কল অফিসার ডাঃ দীপঙ্কর নাথ, সোনাই ব্লকের বিডিও হোসেন মুহাম্মদ মুবিন, সোনাই হাসপাতালের এসডিএমও ডাঃ সুরেন সিংহ, স্থানীয় এপি সদস্যার প্রতিনিধি সজীব লস্কর প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News