রতনপুরে সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সমাজ ও জাতির প্রতি অসাধারণ সেবার স্বীকৃতিস্বরূপ রতনপুর কলোনির সর্বজনীন শনিমন্দির কমিটি আগামীকাল ২২ নভেম্বর একটি বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করতে চলেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রতনপুর কলোনি প্রাঙ্গণে, দুপুর ২টা ৩০ মিনিটে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজসেবায় নানামুখী অবদান রাখার জন্য এলাকার এক বিশিষ্ট সমাজকর্মীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হবে। ইতোমধ্যেই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃত্ব, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ। আয়োজক কমিটির বিশ্বাস, এমন উদ্যোগ সমাজে সেবামূলক ও মানবকল্যাণমূলক চেতনা জাগ্রত করবে, তরুণ প্রজন্মকে সমাজের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং সামাজিক সম্প্রীতি আরও মজবুত করবে।

অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানান কমিটির সভাপতি সজলকান্তি দাস, সাধারণ সম্পাদক সুমেন্দ্রচন্দ্র দাস, সহ-সভাপতি শুকলাল দাস ও রামলাল দাস, কোষাধ্যক্ষ সুশান্ত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *