হাইলাকান্দিতে প্রাথমিক শিক্ষার উত্তরন হয়েছে : শিক্ষামন্ত্রী
এসএস কলেজের জাঁক জমক প্ল্যাটিনাম জুবিলির সমাপ্ত অনুষ্ঠান____ বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : হাইলাকান্দির প্রাথমিক শিক্ষা বিভাগে ব্যাপক উত্তরণ হয়েছে, স্কুলে উপস্থিতির হার ও বৃদ্ধি হয়েছে এবার জাতীয় শিক্ষা নীতিকে সঠিক ভাবে চালু করতে হবে।সোমবার হাইলাকান্দি এসএস কলেজের প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।এদিন শিক্ষামন্ত্রী কলেজ প্রাঙ্গণে…