মণিপুরে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার গ্রেফতার
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মণিপুর পুলিশ এক ২৫ বছর বয়সী ডিজিটাল কনটেন্ট নির্মাতাকে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি এমন ভিডিও তৈরি ও প্রকাশ করছিলেন যেখানে উত্তেজনামূলক প্রশ্ন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও সামাজিক বিভেদের আশঙ্কা তৈরি করার মতো বক্তব্য ছিল। সোমবার গ্রেফতার হওয়া যুবকের নাম ইউমখাইবাম শান্তিকুমার এবং তিনি ইম্ফল পূর্ব জেলার টাংখাম আওয়াং লেইকাই, হারাওরু, পাঙ্গেই ইয়াংডং…